হোম > সারা দেশ > টাঙ্গাইল

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়া বাজারে আজ সোমবার ত্রিমুখী সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সালিস বৈঠকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসী সংঘর্ষে জড়িয়েছেন। এতে বিএনপির নেতা-কর্মীসহ ১৫ জন আহত হন।

আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শোলাকুড়া বাজারে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।

আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ সময় ১৮-২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ সময় তারেক আহমেদ নামের স্থানীয় এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করেন হামলাকারীরা।

জানা গেছে, গত শুক্রবার বাংড়া ইউনিয়নের ‘পীরসাব’ বাড়িতে একই ইউনিয়নের মুলিয়া এবং সাকরাইল গ্রামের লোকজনদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার দুপুরে মুলিয়া গ্রামে সালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই সালিসে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ বিরোধ মিটিয়ে দেওয়ার দায়িত্ব দেন।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়া বাজারে আজ সোমবার ত্রিমুখী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দোকানপাট। ছবি: আজকের পত্রিকা

বৈঠক চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ওই বিএনপির নেতা গুরুতর আহত হন। আহত হওয়ার খবর তাঁর নিজ গ্রাম সহদেবপুর পৌঁছালে তাঁর অনুসারীরা এসে ওই সংঘর্ষে লিপ্ত হন। পরে সেটি ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। এ সময় অন্তত ১৫ জন আহত হন। শোলাকুড়া বাজারে হামলা চালিয়ে ১৮-২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং দোকানগুলোতে লুটপাট চালানো হয়।

খবর পেয়ে কালিহাতী থানা-পুলিশ, পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ২ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, তিনটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার