হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে মধ্য রাতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়িতে হামলা চালানোর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ২টার দিকে তাঁর মিজমিজি পশ্চিমপাড়ার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকাবাল হোসেন বলেন, ‘গতকাল মধ্যরাতে একদল আওয়ামী সন্ত্রাসী হোন্ডা বাহিনী এসে আমার বাড়িতে হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা আমার বাড়িতে ভাঙচুর এবং বাড়ির গেটে একের পর এক ধাক্কা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এমন অবস্থায় আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। আমাদের এলাকার স্বেচ্ছাসেবক লীগের শফিকের ছেলেসহ তার বাহিনী এ হামলা চালিয়েছে।’ 

হামলার বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক মোবাইল ফোনে বলেন, ‘ইকাবাল তার রাজনৈতিক ফায়দার জন্য আমার বিরুদ্ধে এমন কথা বলছে। আমার সঙ্গে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তার বিরোধ ছিল। ওইটাকে পুঁজি হিসেবে কাজে লাগাচ্ছে সে।’ 

তার ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগের বিষয়ে এই স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেন, ‘আমার ছেলে এমন কিছুই করেনি। এটা মিথ্যা।’ 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।’

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ