হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে মোটরসাইকেল যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, যুবকের ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে জুয়েল মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন। জুয়েল উপজেলার ইছাখালী এলাকার মারফত আলীর ছেলে।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ রাকিব বলেন, ‘রূপগঞ্জের নগরপাড়া এলাকার সিরাজ ভূঁইয়ার মেয়ে সুমি আক্তারকে বিয়ে করেন জুয়েল। বিয়ের সময় ছেলের দাবি অনুযায়ী ৯০ হাজার টাকা দেওয়া হয়। কিছুদিন পর জুয়েল ২ লাখ ৯০ হাজার টাকা দামের মোটরসাইকেল যৌতুক দাবি করেন। কিন্তু সুমি এর প্রতিবাদ করেন। এ নিয়ে ঝগড়া হলে সুমি তার বাবার বাড়ি চলে যান।

জুয়েলের দাবি পূরণ করবেন এই শর্তে মেয়েকে আবারও স্বামীর বাড়ি পাঠান তাঁর বাবা সিরাজ ভূঁইয়া। কিন্তু মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় ২০১৭ সালের ১৭ জুন সুমিকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করেন জুয়েল। এ ঘটনায় সুমির বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন