নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে নগরবাসীর ঈদ আনন্দ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ শনিবার সকাল সাড়ে ৭টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন ডিএমপি কমিশনার।
ঈদ জামাতে ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সব স্তরের পুলিশ সদস্য ও মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসীর শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে ডিএমপি কমিশনার উপস্থিত পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি অন্যান্য পুলিশ সদস্যদের খোঁজখবর নেন তিনি।