হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে মাদকবিরোধী অভিযানের সময় র‍্যাব সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় হামলা চালিয়ে ইমরান হোসেন (৩৫) নামে র‍্যাবের এক সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। এ সময় ইউনুস আলী (৪০) নামের এক আসামিকে র‍্যাবের কাছ থেকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম এ তথ্য জানান।

পুলিশ জানায়, ঢাকার উত্তরার র‍্যাব-১ ও নরসিংদীর র‍্যাব-১১-এর একটি যৌথ দল মাদকবিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামে যায়। এ সময় ওই গ্রামের মাদক কারবারি ইউনুস আলীকে (৪০) আটকের পর নিয়ে আসার সময় তাঁর আত্মীয়স্বজন র‍্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেয়। এ সময় র‍্যাব ১১-এর সদস্য কনস্টেবল ইমরান হোসেন হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তাঁকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। 

এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, র‍্যাব-১-এর একটি বিশেষ অভিযানের সময় র‍্যাবের ওপর হামলায় আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বলা যাচ্ছে না। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫