হোম > সারা দেশ > টাঙ্গাইল

নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে এক বিদ্যালয়ের তিনতলার ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বিলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মণ্ডল (২৫) রুহুলী মধ্যপাড়ার শামসুল মণ্ডলের ছেলে। পেশায় তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে অন্য শ্রমিকদের সঙ্গে বিলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ছাদ ঢালাইয়ের কাজে যায় সুমন মণ্ডল। কাজ করার সময় হঠাৎ বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে যায় সুমন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সুমন নির্মাণ শ্রমিকের কাজ করতে বিলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলায় কাজ করার সময় নিচে পড়ে যায়। টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ জানান, এ বিষয়ে কেউ অবগত বা কোনো অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট