হোম > সারা দেশ > ঢাকা

বন্যায় ক্ষতিগ্রস্তদের ১০০ টন শুকনো খাদ্য বিতরণ করবে গণস্বাস্থ্য কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বৃহত্তর সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। ফলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি ১০০ টন শুকনো খাদ্য বিতরণ করবে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রর প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রসহ ও হাসপাতালের আশপাশের গ্রামগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে শুক্রবার ঢাকা থেকে দুপুরে ৫ টন চিড়া এবং ১ টন গুড় সিলেট বিশ্বনাথ উপজেলার নওধার গণস্বাস্থ্য কেন্দ্র ও সুনামগঞ্জে জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের আশপাশের গ্রামগুলোয় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারেদের জন্য পাঠানো হয়েছে। 

বন্যাকবলিত এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের ২টি দল চিকিৎসা সেবা দেবে। গণস্বাস্থ্য কেন্দ্র আগামী কয়েকদিনে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পানি না নেমে না যাওয়া পর্যন্ত ১০০ টন চিড়া ও গুড়, বন রুটি, টোস্ট বিস্কুটসহ শুকনো খাবার বিতরণ করবে। পানি নেমে যাওয়ার পর গরিব অসহায় পরিবারদেরকে পূর্ণবাসনেও সহযোগিতা অব্যাহত রাখবে। পাগলা বাজার উপকেন্দ্রের সামনের মেইন রোড প্রায় ডুবু ডুবু অবস্থায় আছে, কিছু সময়ের মধ্যে রাস্তা ডুবে হাসপাতালে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যায় প্লাবিত আশপাশের গ্রামের লোকজন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ যাদের দোতলা বাড়ি রয়েছে সেসকল জায়গায় আশ্রয় নিয়েছেন। তার পাশাপাশি পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালেও প্রায় ৪০০ জনের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন এবং এখনো লোকজন আশ্রয়ের জন্য হাসপাতালে আসা চলমান রয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির