হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রেনে ডাকাতির ঘটনায় আরও চারজন গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টঙ্গীর আউটার স্টেশনে কর্ণফুলী ট্রেনে ডাকাতির ঘটনায় আরও চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন। 

আনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে টঙ্গী স্টেশনের আউটারে ঢাকামুখী কর্ণফুলী ট্রেনে ডাকাতির ঘটনায় সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন মো. রুবেল (২৯), মো. রবিন (২৪), মো. মাসুদ (২৫) ও সাগর (২৪)। এদের মধ্যে সাগর ছাড়া বাকি তিনজন ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার আরও জানান, রুবেল, রবিন ও মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এরা টঙ্গী এলাকায় দুর্ধর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত। এই ঘটনায় জড়িত ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলমান রয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা। 

উল্লেখ্য, এই ঘটনায় এখন পর্যন্ত রেলওয়ে পুলিশ একাধিক অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া র‍্যাব-১-এর অভিযানে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন