হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সাবেক স্বামীর অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক স্বামীর অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলার আসামি ওই ব্যক্তির সাবেক স্ত্রীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক স্বামী ডিজিটাল নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় বাদী হয়ে এ মামলা করেন।

পরে গতকাল শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে সোনারগাঁ উপজেলার লাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (১৪ জুন) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার যুবক (৩০) বাদী হয়ে তাঁর সাবেক স্ত্রীসহ তিনজনকে অভিযুক্ত করে মামলা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক সম্মতিতে প্রায় দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। দাম্পত্যজীবন চলাকালে তাঁর স্ত্রী কৌশলে তাঁদের ব্যক্তিগত (অশ্লীল) ভিডিও ধারণ করেন। পরে তাঁর স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি জানতে পেরে তাঁকে তালাক দেন। এরপর তাঁর সাবেক স্ত্রীসহ সহযোগীরা গোপন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন।

এ বিষয়ে প্রতিবাদ জানাতে যোগাযোগ করলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ভিডিওগুলো মুছে দেওয়ার জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় আরও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে একই মামলায় আরও দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট