হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুর থানার ওসির অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আজকের পত্রিকা ডেস্ক­

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার সামনে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি করেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মোহাম্মদপুরে গত কয়েক দিন ধরে ছিনতাই ও কিশোর গ্যাং চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। হঠাৎ করে এলাকায় ছিনতাই ও নানা অপরাধ বেড়ে গেলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে দাবি এলাকাবাসীর। ফলে মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে মশাল মিছিল ও বিক্ষোভ করে থানার সামনে যান তাঁরা।

এ সময় মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেন বিক্ষুব্ধরা। অন্যথায় পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক ঘুরে থানার সামনে গিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ করে স্থানীয়রা।

ইশতিয়াক সজীব নামের এক বাসিন্দা বলেন, গত কয়েক দিন ধরে মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নড়বড়ে হয়ে পড়েছে। অলিতে গলিতে দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, পাড়া মহল্লায় কিশোর গ্যাং সদস্যরা দিনের আলোতেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটছে।

আরেক বাসিন্দা ইসমাইল পাটওয়ারী বলেন, কিশোর গ্যাং, ছিনতাই প্রতিরোধে পাড়া মহল্লায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ থানায় থাকার পরও একের পর এক ঘটনা ঘটছে। কেউ ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলে পুলিশ কোনো সহায়তা করে না। প্রায়ই পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখা যায়। তাই মোহাম্মদপুর থানার ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।

স্থানীয়রা জানান, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ প্রতিনিয়ত বেড়েই চলছে। পুরো মোহাম্মদপুর এলাকায় এমন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কেউ ছিনতাই এবং কিশোর গ্যাং হামলার শিকার হওয়ার পরও পুলিশের ভূমিকা নীরব। যার ফলে মোহাম্মদপুর থানার ওসিকে দ্রুত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করার আল্টিমেটাম বেঁধে দেয়। এর মধ্যে অপসারণ করা না হলে পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

ওসির অপসারণের আল্টিমেটাম দিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ করেন স্থানীয়রা।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান