হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মার সাড়ে ৯ কেজির বোয়াল মাছ বিক্রি হলো ১৭ হাজারে

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে আজ সোমবার ভোরে জেলে কুরবান সরদারের হাজারি বড়শিতে সাড়ে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে কিনে নেন। 

এ বিষয়ে জেলে কুরবান সরদার জানান, আজ সোমবার ভোরে পদ্মা নদীতে নৌকা নিয়ে কয়েকজন জেলে মাছ শিকারে বের হন। ভোর ৫টায় হাজারি বড়শিতে টান পরে। বড়শি তুলতে গেলে বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে বড়শি টেনে নৌকায় তুলতেই তারা দেখতে পান বড় একটি বোয়াল মাছ। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের দুলাল মণ্ডলের মৎস্য আড়তে নিয়ে যান তারা। 

মাছটি প্রকাশ্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে কিনে নেন ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। 

এ বিষয়ে মো. চান্দু মোল্লা বলেন, ‘মাছটি দুলাল মণ্ডলের আড়ত ঘরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে কিনে নেই। মাছটি কেনার পর ৫ নম্বর ফেরি ঘাট এলাকার আমার আড়ত ঘরে নিয়ে গেলে উৎসুক জনতা ভিড় করেন। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। মাছের দাম কেজি প্রতি ১০০ থেকে ২০০ টাকা লাভ পেলে বিক্রি করব।’

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানিতে থাকা বড় বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এই সময়ে মাছ খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে বড় মাছ দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও ধনীরা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুব খুশি হন। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু