হোম > সারা দেশ > রাজবাড়ী

ঝাড়ফুঁকের নামে গৃহবধূকে ধর্ষণ, কবিরাজসহ ২ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে গৃহবধূকে ঝাড়ফুঁকের নামে ধর্ষণ করার মামলায় কবিরাজ ও তার সহকারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ রোববার দুপুরে আসামিদের উপস্থিতিতে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত মোহন গাইনের ছেলে মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ (৫২) ও তাঁর সহযোগী চর বাগমারা গ্রামের মৃত মুনছুর বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস (৩৫)। 

আদালত সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এ কারণে স্থানীয় এক কবিরাজের ওষুধ সেবন করছিলেন। গত ২০২১ সালের ১৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ঝাড় ফুঁকের কথা বলে ওই গৃহবধূকে ধর্ষণ করেন কবিরাজ ও তাঁর সহকারী। পরে ওই গৃহবধূ বাদী হয়ে ১৫ এপ্রিল রাজবাড়ী থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠান। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত মান্নান কবিরাজ ও ফারুক বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ