হোম > সারা দেশ > টাঙ্গাইল

ফেসবুক লাইভে এসে নিজের দুর্দশার কথা জানালেন এক প্রবাসী

নিজস্ব প্রতিবেদক

‘আমার দুনিয়ায় কেউ নাই। কেউ নাইরে আমার দুনিয়ার মাঝে। দুনিয়ার বুকে আমার বাপ-মাও নাই। বোন-ভাই কেউ নাই আমার। আমার আছে সবই কিন্তু কেউ আমারে চিনে না। আমার বাপ-মার কাছে পৌঁছাইয়া দেবেন কেউ যদি দেইখা থাকেন ভিডিওটা।’ এভাবেই নিজের দুর্দশার কথা কান্না জড়িত কণ্ঠে ফেসবুক লাইভে এসে বলছিলেন টাঙ্গাইলের আরব আমিরাত প্রবাসী শামিম নামে এক যুবক। 

শামিমের পাসপোর্ট থেকে জানা গেছে, তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া ইউনিয়নে। তাঁর বাবার নাম সুজাত আলী। মায়ের নাম খুদেজা বেগম। স্ত্রী খাদিজা। 

লাইভে তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে একটি মোবাইল নম্বর দেন তিনি। আজকের পত্রিকা পক্ষ থেকে ওই নম্বরে যোগাযোগ করা হলে তাঁর বাবা জানান, চার মাস আগে স্থানীয় এক দালালের (শফিক) মাধ্যমে ৩ লাখ টাকা দিয়ে আরব আমিরাতে পাঠান তাঁর ছেলেকে। শফিক বলেছিল ওই দেশে গিয়ে তাঁর ছেলে রাস্তা পরিষ্কারের কাজ করবে। ভিডিও বার্তা প্রকাশের পর শফিকের মাধ্যমে ছেলের সঙ্গে কথা হয় তাঁর। ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য তাকে বললে চেষ্টা করছে বলে জানায়। 

শামিম লাইভে জানান, গত তিন-চার দিন ধরে তিনি কোনো কিছু না খেয়ে আছেন। বিগত চার মাস যাবৎ সেখানে অতিকষ্টে খেয়ে না খেয়ে পড়ে আছেন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে এসেছে। দেশে এসে টাকা কামাই করে ঋণ দিয়ে দেবে। তার দুটি বাচ্চা রয়েছে। বাচ্চা দুটির দিকে তাকিয়ে কেউ ভিডিওটি বাবাকে দেখানোর অনুরোধ করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন