হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ সাবেক কাউন্সিলরের বোন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে যশোরে ডাক্তার দেখাতে গিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন সুফিয়া বেগম (৩০) নামের এক নারী। তিনি টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর কোহিনুর বেগমের বোন। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে সুফিয়া নিখোঁজ হন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। সুফিয়ার তিন মেয়ে রয়েছে। 

সুফিয়া বেগমের বৃদ্ধা মা উজলা বেগম বলেন, `আমার জামাই আরেকটি বিয়ে করার পর সুফিয়া বাবার বাড়ি উপজেলার পাটগাতী ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে বসবাস শুরু করে। পরে শারীরিক অসুস্থতার জন্য গত বৃহস্পতিবার টুঙ্গিপাড়া থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যশোরে রওনা হয়। তারপর থেকে আমার মেয়ে সুফিয়া নিখোঁজ রয়েছে।'

সুফিয়ার বড় বোন সাবেক কাউন্সিলর কোহিনুর বেগম বলেন, `এক সপ্তাহের বেশি সময় ধরে ছোট বোন নিখোঁজ রয়েছে। আমার মা সুফিয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন। যদি কোনো ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে ০১৯৩৪-০৯৩২৩১ / ০১৭৭৬-৯৫২৬৫৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।' 

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সুলতান মাহমুদ বলেন, যেহেতু যশোর থেকে সুফিয়া বেগম নিখোঁজ হয়েছেন। তাই তাঁর স্বজনদের যশোর থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে। 

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১