হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর আসাদগেটে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর আসাদগেটে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আব্দুর রব (১৮)। আজ শুক্রবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ছুড়িকাঘাত করে একদল ছিনতাইকারী। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল হাসান জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে আসাদগেট ফুটওভার ব্রিজের পাশে বন্ধু রুবেলকে সঙ্গে নিয়ে বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন আব্দুর রব। তখন পাঁচ-ছয়জন ছিনতাইকারী এসে আব্দুর রবের সঙ্গে থাকা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাদের থামাতে গেলে রুবেলকেও ছুরিকাঘাতে আহত করা হয়। 

এসআই আরও জানান, আহত আব্দুর রবকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করে স্বজনেরা। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে সেখানে তাঁর মৃত্যু হয়। রুবেল সামান্য আহত। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতকদের আটকের চেষ্টা চলছে। 

নিহতের স্বজনেরা জানিয়েছেন, তাঁর বাবার নাম মৃত জাকির হোসেন। বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি ঢাকার সাভার বিশমাইল এলাকায় থাকতেন। গাবতলী-বাবুবাজার রুটের ব্রাদার্স বাসের চালকের সহযোগী হিসেবে কাজ করতেন। গতকাল সাভার থেকে মোহাম্মদপুরে বড় ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে কেনাকাটা করে বন্ধুকে নিয়ে সাভারে ফিরছিলেন। তখনই ছিনতাইকারীদের কবলে পড়েন। তার কাছ থেকে তিন হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ