হোম > সারা দেশ > ঢাকা

দেশীয় ব্র্যান্ডের মোড়কে ভারতীয় চিনি, চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘদিন ধরে একটি চক্র ভারত থেকে চোরাচালানের মাধ্যমে দেশে নিম্নমানের চিনি নিয়ে আসত। সেগুলো দেশের বিভিন্ন নামী ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করত তারা। দেশীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে এই চক্রের তিন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার রাজধানীর শাহজাহানপুর থানার কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে এক টন চিনিসহ তাঁদের আটক করে ডিবির মতিঝিল বিভাগের স্পেশাল অপারেশনস টিম।

আটককৃতরা হলেন—কুমিল্লার চকবাজারের আরিশা ট্রেডার্সের ম্যানেজার নিমাই বণিক (৪৪), ফেনীর সোনাগাজীর ইসমাইল ব্রাদার্সের মীর হোসেন (৩৮) ও চট্টগ্রামের চিনি বিক্রির দালাল আব্দুল্লাহ আল মাসুদ (৩৯)।

আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধান বলেন, সম্প্রতি দেশের একাধিক শিল্প প্রতিষ্ঠান থেকে গোয়েন্দা পুলিশের কাছে একটি অভিযোগ করা হয়। অভিযোগে তাঁরা বলেন, দেশীয় প্রতিষ্ঠানের মোড়কে একটি চক্র ভারতীয় নিম্নমানের চিনি বাজারজাত করছে। এতে প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযোগের ভিত্তিতে তদন্তে মাঠে নামে ডিবির মতিঝিল বিভাগ।

তিনি আরও বলেন, কুমিল্লার সাহেব বাজারের মমিন ব্রাদার্স সীমান্ত দিয়ে প্রতিদিন ৪০০–৫০০ বস্তা চিনি চোরাচালানের মাধ্যমে এনে কুমিল্লা সদর থানার বারাপাড়ার আরিশা ট্রেডার্সের মালিক খোরশেদের গুদামে মজুত করত। এরপর দেশীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নকল মোড়কে প্যাকেট করে বিক্রি করত। এরপর নিমাই বণিকের নির্দেশনায় আরিশা ট্রেডার্সের গুদামে মজুত চিনি ফেনীর ইসমাইল ব্রাদার্স, চট্টগ্রাম খাতুনগঞ্জের জমজম ট্রেডার্স, চট্টগ্রামের আল মদিনা ট্রেডার্স, শহীদ ট্রেডার্সসহ ঢাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হতো।

অতিরিক্ত কমিশনার হারুন বলেন, দেশের বাজারে চিনির ৫০ কেজির বস্তার দাম ৬ হাজার ৭০০ টাকা। কিন্তু চোরাচালানের চিনি প্রতি বস্তা ৬ হাজার ২০০ টাকা। মমিন ট্রেডার্স দৈনিক আনুমানিক ৪০০ থেকে ৫০০ বস্তা চিনি এভাবে বিক্রি করত। এর কারণ হিসেবে তারা পুলিশকে জানিয়েছে, ভারতে চিনির দাম কম। বস্তা প্রতি তারা ৪০০–৫০০ টাকা কমে বিক্রি করত। এরপর দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নামে বাজারে ছাড়া হতো।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন