গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিনটি যথাযথভাবে পালন উপলক্ষে জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে প্রথমে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ। এরপর জেলা, উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজার হাজার নেতা-কর্মী ও সর্বসাধারণের।
সমাধিসৌধ কমপ্লেক্স প্রাঙ্গণে শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভা শেষে সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে জোহরের নামাজ শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৭টার দিকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে নেতা-কর্মীরা সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।