ঢাকার ঐতিহাসিক ধূপখোলা মাঠে মার্কেটসহ অন্য স্থাপনা নির্মাণসংক্রান্ত সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে নির্মিত স্থাপনা অপসারণ এবং তা খেলার মাঠ হিসেবে রক্ষা ও রক্ষণাবেক্ষণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও আইন ও শালিস কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), নিজেরা করি, ব্লাস্ট, নাগরিক উদ্যোগ ও গ্রিন ভয়েসের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
বেলার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী।