হোম > সারা দেশ > ঢাকা

বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণে পানির নিচে ফসল, ভুক্তভোগীদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে নিরীহ কৃষকদের ফসলের ক্ষতির অভিযোগ উঠেছে। ফসল রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কৃষক-কৃষানি ও স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে ফসল বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে।

আজ বুধবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের পুরাতা বিলের ধারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘স্থানীয় কাওসার মোড়ল জোরপূর্বক পুরাতা বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে আমাদের বিলের জলধারা বন্ধ করে দিয়েছেন। এতে আমাদের বোরো ধান পানির নিচে পড়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পানির জলধারা খুলে না দিলে আমাদের ফসল একেবারে নষ্ট হয়ে যাবে।’

কৃষক নূরুল আমিন বলেন, ‘বছরে একটি ফসল বোরো ধানের ওপর ভর করে চলে আমার ছয় সদস্যের সংসার। এরই মধ্যে শেষ সম্বল হারাতে বসেছি। কাওসার মোড়ল নামে এক ব্যক্তি আমাদের ভাতের হাঁড়ি নিয়ে টানাটানি করছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে বিলের মুখের বাঁধ খুলে আমার ফসল রক্ষা করা হোক।’

ভুক্তভোগী কৃষানি আমেনা খাতুন বলেন, ‘স্বামী-সন্তান নেই। অনেক কষ্টে কাজের লোকজন দিয়ে টাকা-পয়সা খরচ করে ধান রোপণ করেছি। কিন্তু হায়েনার জন্য আমার স্বপ্ন ভাঙতে শুরু হয়েছে। এখন প্রশাসন যদি আমাদের রক্ষা করে।’

অভিযুক্ত মো. কাওসার মোড়ল বলেন, ‘আমি আমার জমিতে বাঁধ নির্মাণ করছি, তাতে অন্য কারও জমির ফসল নষ্ট হলে আমি কী করব! তাদের জমির ফসল তলিয়ে গেলে আমার কিছু করার নেই।’

শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয় কৃষকদের সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে।’

মানববন্ধনে ৩০ জন কৃষক-কৃষানি ও আশপাশের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ