হোম > সারা দেশ > ঢাকা

শ্রীনগরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে স্বপন মেম্বার (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। ‎তিনি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি। গতকাল বুধবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। ‎

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, প্রাক্তন স্বামীর সঙ্গে মামলাসংক্রান্ত বিষয়ে আপসের আশ্বাস দিয়ে গত ১০ জুন রাত ৮টার দিকে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেন স্বপন মেম্বার। এরপর মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের প্রেসক্লাবসংলগ্ন একটি বন্ধ ঘরে নিয়ে শারীরিকভাবে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে ওই নারীর ছবি ধারণ করেন তিনি। এ সময় ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন স্বপন। পরে একপর্যায়ে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। ‎

র‍্যাব আরও জানায়, ওই নারী পরে স্বপনের বাড়িতে বিচার চাইতে গেলে তাঁকে মারধর করে প্রাণনাশের হুমকি দেন স্বপন মেম্বার ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় ওই নারী আদালতে দুটি পৃথক পিটিশন করেন। আদালতের নির্দেশে শ্রীনগর থানায় দুটি মামলা হয়। ‎মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১০-এর অধিনায়কের কাছে আসামিকে গ্রেপ্তারের অনুরোধ জানালে বিষয়টি আমলে নিয়ে অভিযানে নামে র‍্যাব। ‎

গতকাল দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে র‍্যাব-১০-এর একটি বিশেষ দল গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক স্বপন মেম্বারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ‎গ্রেপ্তার স্বপন মেম্বারকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত