হোম > সারা দেশ > ঢাকা

শ্রীনগরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে স্বপন মেম্বার (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। ‎তিনি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি। গতকাল বুধবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। ‎

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, প্রাক্তন স্বামীর সঙ্গে মামলাসংক্রান্ত বিষয়ে আপসের আশ্বাস দিয়ে গত ১০ জুন রাত ৮টার দিকে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেন স্বপন মেম্বার। এরপর মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের প্রেসক্লাবসংলগ্ন একটি বন্ধ ঘরে নিয়ে শারীরিকভাবে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে ওই নারীর ছবি ধারণ করেন তিনি। এ সময় ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন স্বপন। পরে একপর্যায়ে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। ‎

র‍্যাব আরও জানায়, ওই নারী পরে স্বপনের বাড়িতে বিচার চাইতে গেলে তাঁকে মারধর করে প্রাণনাশের হুমকি দেন স্বপন মেম্বার ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় ওই নারী আদালতে দুটি পৃথক পিটিশন করেন। আদালতের নির্দেশে শ্রীনগর থানায় দুটি মামলা হয়। ‎মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১০-এর অধিনায়কের কাছে আসামিকে গ্রেপ্তারের অনুরোধ জানালে বিষয়টি আমলে নিয়ে অভিযানে নামে র‍্যাব। ‎

গতকাল দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে র‍্যাব-১০-এর একটি বিশেষ দল গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক স্বপন মেম্বারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ‎গ্রেপ্তার স্বপন মেম্বারকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে