হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ঢামেক প্রতিবেদক

আজ রোববার বেলা পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় ময়লার স্তূপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে রোগী ও রোগীর স্বজনেরা ছোটাছুটি করতে থাকেন। তবে হাসপাতালের স্টাফদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।

জানা যায়, জরুরি বিভাগের ওপরে নিউরোসার্জারি ওয়ার্ডের বেলকুনিতে ময়লার স্তূপ ছিল। সেখানে একটি পরিত্যক্ত পানির ট্যাংক ছিল। আগুনে পানির ট্যাংকের অর্ধেক ও একটি চেয়ার পুড়ে গেছে। ওয়ার্ডজুড়ে ধোঁয়ার সৃষ্টি হয়। জরুরি বিভাগে লোকজনের ভিড়ের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট হাসপাতালে আসে। কিন্তু ততক্ষণে আগুন নিভে যায়।

নিউরোসার্জারি ওয়ার্ডের ওয়ার্ডমাস্টার আবুল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, কেউ বাথরুমে ঢুকে সিগারেট খেয়ে ময়লার স্তূপে ফেলেছে। এতে আগুনের সৃষ্টি হয় এবং ধোঁয়ায় ওয়ার্ডগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। পরে হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপণের যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় বারান্দায় ময়লার স্তূপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১টার দিকে হাসপাতালে যাই। তবে আগেই হাসপাতালের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে। সেখানে পরিত্যক্ত প্লাস্টিকের পানির ট্যাংকসহ অন্যান্য পরিত্যক্ত মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, নিক্ষিপ্ত সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

হাসপাতালের ২০১ নম্বর ওয়ার্ডের ভর্তি রোগী আব্দুর রশিদের (৬০) স্ত্রী নাজমা বেগম বলেন, ‘আমাদের বাসা বংশালে। এক মাস আগে হাসপাতালে ভর্তি হই। আজকে হাসপাতালের বাইরের দিক থেকে আগুনে পোড়ার গন্ধ পাচ্ছিলাম। কিন্তু আগুন লেগেছে বুঝতে পারিনি। কিছুক্ষণ পর আগুনের ধোঁয়ায় ওয়ার্ড অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির