নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁকে নিয়ে এই আন্দোলনকে কেন্দ্র করে সাভারে ৪২ জন নিহত হয়েছেন।
মৃত ব্যক্তির নাম মো. আসিকুল ইসলাম সাদ (২২)। তাঁর বাড়ি ধামরাই পৌর এলাকার কায়েতপাড়ায়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউছুফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে গত সোমবার আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।’