হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

‘শিবির নেতা’ স্বেচ্ছাসেবক লীগে: তাড়াইলে মহিলা লীগের ঝাড়ুমিছিল

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

গোলাম কবির ভূঁইয়াকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক করায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়ার নেতৃত্বে আনন্দ মিছিলের এক সপ্তাহ পর এর প্রতিবাদে ঝাড়ুমিছিল হয়েছে।

আজ শনিবার উপজেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে সকালে এই মিছিল করা হয়। তাড়াইল উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অজুফা বেগম, সাধারণ সম্পাদক দিলরুবা খানম রুবি ও সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তারের নেতৃত্বে মিছিলটি সদরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে এক প্রতিবাদ সভায় অজুফা বেগম বলেন, ‘উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের আলেক মাস্টারের ছেলে, সাবেক শিবির নেতা ও স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান গোলাম কবির ভূঁইয়াকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা উপজেলা মহিলা আওয়ামী লীগ বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই আমরা কবিরের বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেছি।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি, স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান ভূমিদস্যু ব্যারিস্টার গোলাম কবিরকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।’

গত ২০ জানুয়ারি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর যৌথ স্বাক্ষরে ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়াকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক পদে পদায়ন করেন। এরই পরিপ্রেক্ষিতে বিগত ২১ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহারের নেতৃত্বে এলাকায় আনন্দ মিছিল হয়।

অন্যদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আওয়ামী লীগের একাংশ ও সহযোগী সংগঠনের ব্যানারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীর কার্যালয়ে ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়াকে শ্রমবিষয়ক সম্পাদক করায় উপজেলা নেতৃবৃন্দ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা