হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে কাভার্ডভ্যানের চাপায় মাদ্রাসার এক অধ্যক্ষ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে কাশিমপুর থানার জিতার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যান জব্দ করতে পারলেও চালক পালিয়েছেন। 

নিহতের নাম আফসার আহমেদ (৫৫)। তিনি রংপুরের পীরগাছা এলাকার চালুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার আল হিকমা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম। তিনি বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়েছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আফসার আহমেদ আজ দুপুরে মহানগরীর কাশিমপুর এলাকার আল হিকমা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা থেকে নিজের মোটরসাইকেলে করে স্থানীয় ভূমি অফিসে যান। সেখানে কাজ শেষে পুনরায় মোটরসাইকেল করে মাদ্রাসায় ফিরছিলেন। পথে জিতার মোড় এলাকায় পৌঁছালে ডিবিএল কোম্পানির বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাঁকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব