হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে কাভার্ডভ্যানের চাপায় মাদ্রাসার এক অধ্যক্ষ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে কাশিমপুর থানার জিতার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যান জব্দ করতে পারলেও চালক পালিয়েছেন। 

নিহতের নাম আফসার আহমেদ (৫৫)। তিনি রংপুরের পীরগাছা এলাকার চালুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার আল হিকমা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম। তিনি বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়েছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আফসার আহমেদ আজ দুপুরে মহানগরীর কাশিমপুর এলাকার আল হিকমা ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা থেকে নিজের মোটরসাইকেলে করে স্থানীয় ভূমি অফিসে যান। সেখানে কাজ শেষে পুনরায় মোটরসাইকেল করে মাদ্রাসায় ফিরছিলেন। পথে জিতার মোড় এলাকায় পৌঁছালে ডিবিএল কোম্পানির বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাঁকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল