হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাজবাড়ী প্রতিনিধি

গ্রেপ্তারকৃত অভিযুক্ত চার আসামি। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম রুপল শেখ (২৭)। তিনি একই গ্রামের জিন্নাত শেখের ছেলে।

এ ঘটনায় রাতে মামলা দায়েরের পর চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন: মো. জহিরুদ্দিন বিশ্বাস (৬৫), মো. মৈজদ্দি বিশ্বাস (৫৫), মো. ফরহাদ বিশ্বাস (৪৫), মো. মুন্নু মোল্লা (৫০)। তাঁরা সবাই রাজাপুর গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী থানার ওসি মাহমুদুর রহমান জানান, রাজাপুর গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে দুই দিন আগে পানির মোটর চুরি হয়। সামসুদ্দিনের বাড়ির লোকজন রুপল শেখকে চোর সন্দেহ করে। শুক্রবার সন্ধ্যায় সালিসের কথা বলে রুপলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান সামসুদ্দিনের ছেলেরা। এরপর ঘরে বন্দী করে পিটিয়ে আহত করেন। রুপলের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গ্রাম পুলিশের সাহায্যে রাজবাড়ী হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল বলেন, ‘এ ঘটনায় নিহত রুপল শেখের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নামে শুক্রবার রাতে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু