হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ, পুলিশ বক্স ভাঙচুর

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদের ঢাকার উত্তরায় বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ ও পুলিশ বক্স ভাঙচুর করেছে আন্দোলনরত চালকেরা। এ সময় মো. মনির নামে একজন আনসার সদস্য আহত হয়েছেন।

উত্তরার জসিমউদ্দিনের পাকার মাথার মোড়ে আজ রোববার বিকেল ৫টার দিকে হাজারো অটোরিকশা চালকেরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

বিক্ষোভ মিছিলটি করে জসিমউদ্দিন হয়ে প্রথমে উত্তরা ৪ নম্বর সেক্টরের স্থানীয় সংসদ সদস্য মো. খসরু চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে যায়। পরে সেখানে সংসদ সদস্যকে না পেয়ে ঢাকা-গাজীপুর মহাসড়ক ধরে রাজলক্ষ্মী, আজমপুর হয়ে বিএনএস সেন্টারের এলাকায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে ট্রাফিক পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা আন্দোলনরত চালকদের সরিয়ে দিলে তারা হাউসবিল্ডিং মোড়ে এসে দুই ভাগে বিভক্ত হয়ে কিছু অংশ পূর্ব দিকে এবং বড় অংশ পশ্চিম দিকে যায়।

পরে পশ্চিম পাশের মিছিলটি সোনারগাঁও জনপথ সড়কের ১১ নম্বর সেক্টর গোলচত্বর হয়ে মোড়ের দিকে আসে। তারপর রাত সোয়া ৮টার দিকে সিঙ্গার মোড়ের পুলিশ বক্সে হামলা চালায় অটোরিকশা চালকেরা।

হামলার সময় ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে কর্তব্যরত ছিলেন আনসার সদস্য মো. মনির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বক্সের ভেতরে ছিলাম। কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে চার পাঁচশত লোক পুলিশ বক্সে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। সেই সঙ্গে ইটপাটকেল মারে বক্সে ভাঙচুর করে। এতে আমি হাতে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হই।’

সিঙ্গার মোড় বক্সে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট জিনাত রেহানা আজকের পত্রিকাকে বলেন, ‘সোয়া ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত ৪-৫ শত অটোরিকশা চালক হামলা চালায়। তারা ২৫-৩০ মিনিটে বক্স ভাঙচুর করে পালিয়ে যায়। ওই সময় আত্মরক্ষার্থে আমরা বক্স থেকে দূরে সরে যাই।’

হামলার পর পরই বক্সে গিয়ে থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্সটি পরিদর্শন করতে দেখা যায়।

জানা গেছে, হামলার পূর্বে সেখানে একজন ট্রাফিক পুলিশের সার্জেন্ট, দুইজন পুলিশ কনস্টেবল ও একজন আনসার সদস্য কর্তব্যরত ছিলেন।

জসিমউদ্দিন ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) ইউনুস মিয়া আখন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল ৫টার দিকে অটোরিকশা চালকেরা পাকার মাথায় জড়ো হয়। পরে তারা মিছিলটি নিয়ে সংসদ সদস্যদের কার্যালয়ে যায়। সেখানে তাকে না পেয়ে পুনরায় মিছিলটি নিয়ে জসিমউদ্দিন হয়ে বিএনএস সেন্টারের সামনে কিছু সময় মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।’

এ বিষয়ে উত্তরা পূর্ব জোনের ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশা চালকেরা বিক্ষোভ মিছিল শেষ করে যাওয়ার পথে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার মোড় এলাকায় আমাদের ওপর হামলা চালিয়েছে। সেই সঙ্গে তারা ট্রাফিক পুলিশ বক্সও ভাঙচুর করেছে।’

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১