হোম > সারা দেশ > গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর জন্মদিনে টুঙ্গিপাড়ায় সাত দিনের কর্মসূচি আ. লীগের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাত দিনের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর ওপর নির্মাণ করা তথ্যচিত্র ও সিনেমা প্রদর্শন করা হবে বলে জানা গেছে। 

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় তিন দিনের কর্মসূচি পালন করার কথা ছিল আওয়ামী লীগের। তবে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় সেই কর্মসূচি সংক্ষিপ্ত করে দলটি। এবার করোনার প্রাদুর্ভাব কমায় সাত দিনের কর্মসূচির সিদ্ধান্ত নেয় দলটি।

সাত দিনের কর্মসূচির উদ্বোধন ১৭ মার্চ হবে নাকি ওই দিন সমাপনী হবে সেটা এখনো চূড়ান্ত করেনি আওয়ামী লীগ। কর্মসূচি চূড়ান্ত করতে বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সভা করবে দলটি। দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল তিনটা থেকে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করবেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্যে ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় কর্মসূচি পালন করবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন