হোম > সারা দেশ > ঢাকা

ছায়ানটের কমিটি পুনর্বিন্যাস, সভাপতি সারওয়ার আলী

নিজস্ব প্রতিবেদক

ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের প্রয়াণের পর গতকাল শুক্রবার প্রথম বার্ষিক সাধারণ সভা হয়। ছবি: ছায়ানট

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের কার্যনির্বাহী সংসদ পুনরায় বিন্যস্ত করা হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট এই সংসদে সারওয়ার আলীকে সভাপতি করা হয়েছে। তিনি আগে সংসদের নির্বাহী সভাপতি ছিলেন।

ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের প্রয়াণের পর গতকাল শুক্রবার প্রথম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ শনিবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল অনুষ্ঠিত সভায় নির্বাহী সভাপতি সারওয়ার আলীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। নুরুন্নাহার আবেদীন ও সন্জীদা খাতুনের প্রয়াণের পর ছায়ানটের ট্রাস্টি বোর্ড তাঁদের শূন্যপদে সাঈদা কামাল ও রুচিরা তাবাস্সুম নভেদকে ট্রাস্টি নির্বাচন করেছে।

ছায়ানটের কার্যনির্বাহী সংসদে বর্তমানে সহসভাপতি পদে রয়েছেন খায়রুল আনম শাকিল ও পার্থ তানভীর নভেদ; সাধারণ সম্পাদক হিসেবে আছেন লাইসা আহমদ লিসা।

এ ছাড়া জয়ন্ত রায় ও তানিয়া মান্নান যুগ্ম সম্পাদক এবং নাসেহুন আমীন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সদস্য হিসেবে রয়েছেন মফিদুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, নাহাস খলিল, আমিনুল কাওসার দীপু, সাহানা আক্তার রহমান পাপড়ি, মাসুদা নার্গিস আনাম কল্পনা, জুবায়ের ইউসুফ, গৌতম সরকার, জেসমিন বুলি ও সেমন্তী মঞ্জরী।

ছায়ানটের গতকালের বার্ষিক সভায় বাঙালি জাতিসত্তাকে হৃদয়ে ধারণ করে সহিষ্ণু সম্প্রীতির সমাজ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়। গুরুত্ব আরোপ করা হয় আবহমান বাংলা গানের নিখুঁতরূপ চর্চায় গতিবেগ সঞ্চার ও বিস্তৃতির ওপর।

এ ছাড়া সভায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ইরান-ইসরায়েল সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে