হোম > সারা দেশ > গাজীপুর

পূজায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর প্রতিনিধি

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজায় কোনো ধরনের শঙ্কা নেই। পূজার জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর জয়দেবপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় যোগদান করতে এসে অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘স্বাভাবিকভাবে যে কোনো নিরাপত্তার জন্য পুলিশ থাকে, আনসার থাকে, গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবক থাকে। তারপরও এবার আমরা অতিরিক্ত হিসেবে র‍্যাব দিয়েছি, বিজিবি দিয়েছি, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, নৌ বাহিনী ও বিমানবাহিনীকে এবার পূজার জন্য নিয়োগ করা হয়েছে। এবার সব ধরনের বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এবারের পূজা খুব ভালোভাবে উদ্‌যাপন হবে। আমি আশা করব, এবারের পূজায় কোনো ধরনের সমস্যা হবে না।’

সকলের সহযোগিতা কামনা করে এই উপদেষ্টা বলেন, ‘আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে এবারের পূজায় কোনো সমস্যা হবে না। পূজা খুব ভালোভাবে অনুষ্ঠিত হবে।’

এ সময় উপদেষ্টা মব কালচার নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘মব কালচার এখন বেড়ে গেছে তা না, আগেও ছিল। এটা প্রতিরোধের জন্য জনসচেতনতা বাড়াতে হবে। আপনারা নিজেরা যদি মারামারি শুরু করে দেন তাহলে কী হবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাওয়ার আগেই কিন্তু কাজ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বা চিটাগংয়ে যেটা হলো। এগুলোতে তো আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘটনা ঘটে যাচ্ছে। এ জন্য সবার ভেতরেই কিন্তু সচেতনতা বাড়াতে হবে।’

কৃষির উন্নয়নে কৃষি বিজ্ঞানীদের প্রশংসা করে এই উপদেষ্টা বলেন, ‘দেশের জন্য সবচেয়ে বেশি অংশগ্রহণ হচ্ছে কৃষির। স্বাধীনতা উত্তরকালে আমাদের লোকসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি। তখন আমাদের যে পরিমাণ জমি ছিল, এখন জমির পরিমাণ কমে গেছে, এখন লোক হয়ে গেছে সাড়ে ১৭ কোটি। এ কৃষির উন্নয়নের জন্যই আমরা এখনো খাবার পাচ্ছি।’ তিনি বলেন, কৃষির উন্নতির জন্য কাজ করছে এই ইনস্টিটিউট। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বন্যা কবলিত কৃষকদের মাঝে বীজ, চারা ও নগদ অর্থ পাঠানো হয়েছে।

বাজার সিন্ডিকেটের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাজার সিন্ডিকেট বাণিজ্য মন্ত্রণালয় ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয়, খুব শিগগিরই বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে তিনি বলেন, ‘এটি দেখার দায়িত্ব আপনাদের। আমার এলাকায় কোনো সমস্যা হয়নি, আপনাদের গাজীপুরে কোথায় সমস্যা হয়েছে সেটি লিখেন। আপনারা যদি সত্যিটা লিখেন, যে আমার এলাকায় কোনো সমস্যা হয়নি। তাহলে সবাই সেটি জেনে যাবে। মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা থাকবে না।’

পরে উপদেষ্টা বারি উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, উদ্ভিদ ও কৃষিপণ্য প্রদর্শনী ঘুরে দেখে এসবের প্রশংসা করেন এবং বিজ্ঞানীদের উৎসাহ দেন। পরে তিনি বারির বদরুদ্দোজা মিলনায়তনে বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন