হোম > সারা দেশ > ঢাকা

পারিবারিক কলহের জের: শ্রীনগরে পুকুরে ফেলে ২ শিশুকে হত্যার অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ছয় মাস বয়সী যমজ দুই শিশু লামিয়া ও সামিহাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুদের বাবা ও মা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছেন।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী এলাকার বিলের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা কন্যাশিশু।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর মধ্যে শিশুদের কেউ একজন পুকুরে ফেলে দেয় বলে আশপাশের লোকজন সন্দেহ করছে। পরে প্রতিবেশীরা পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুদের বাবা মো. সোহাগ (২৮) অভিযোগ করেন, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী শান্তা নিজেই হয়তো শিশুদের হত্যা করতে পারে। অন্যদিকে শান্তা (২৪) বলেন, পারিবারিক ঝগড়ার সময় স্বামী সোহাগ শিশুদের পুকুরে ফেলে দিয়েছেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিনথিয়া নূর বলেন, ‘দুটি শিশুকে আমাদের কাছে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তাদের আগেই মৃত্যু হয়েছে। ধারণা করছি, তারা পানিতে পড়ে শ্বাসরোধে মারা গেছে।’

নিহত শিশুদের চাচা সাকিব শেখ বলেন, ‘রাত ৮টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে আমি এগিয়ে যাই। তখন সোহাগের স্ত্রী শান্তা আমাকে জানায়, তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু তখন আমি ঘরের ভেতরে সোহাগকে দেখতে পাইনি। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে পুকুরের কাছে যাই এবং দেখি, উপুড় হয়ে পড়ে আছে দুই শিশু। দ্রুত তাদের উঠিয়ে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে সব শেষ।’

এ বিষয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’

এলাকাবাসী জানান, পারিবারিক কলহের জেরে মা বা বাবা কেউ একজন শিশু দুটিকে হত্যা করতে পারেন। শিশুদের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাকেও আটক করতে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ