হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে বেনজীরের আলিশান বাংলোতে প্রশাসনের অভিযানে যা পাওয়া গেল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের আলিশান বাংলো বাড়িতে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন ও দুদকের কর্মকর্তারা। আজ বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চলে। এ সময় বাড়ি থেকে জব্দ মালামালের তালিকা প্রস্তুত করা হয়। তবে এ সময় সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

পরে এ বিষয়ে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, বাংলোবাড়িতে দেশীয় প্রযুক্তির এসি, ফ্রিজ, টিভি, রান্নাঘরের জিনিসপত্র, কিছু সাধারণ আসবাব, বইপত্র, একটি ঝাড়বাতি ও এক সেট সোফা পাওয়া গেছে।

অভিযান শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুর আলম বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বাড়ির সব ধরনের ফার্নিচার খুব সাধারণ মানের। দেশীয় প্রযুক্তির এসি, ফ্রিজ, টিভি পাওয়া গেছে। বাংলোবাড়ির ভেতর বিশেষ কিছু পাওয়া যায়নি।

সাধারণ পণ্যসামগ্রী থাকলেও জব্দতালিকা করতে পাঁচ ঘণ্টা সময় লাগার কারণ জানতে চাইলে শফিকুর আলম বলেন, প্রতিটি পণ্যের তালিকা নির্ভুলভাবে করার জন্যই এত সময় ব্যয় করা হয়েছে। কাজের স্বার্থেই গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

দুদকের উপপরিচালক মঈনুল হাসান বলেন, ‘জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভবনে পাওয়া আসবাবপত্রের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিবেদন আমরা হেড অফিসে পাঠাব। পরবর্তী সময়ে কোনো নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে ৬ জুলাই শনিবার অভিযান চালিয়ে বাড়িটি সিলগালা করা হয়। সে সময় ভবনটির সামনে ও পেছনের দরজায় ডিজিটাল লক থাকায় ভবনটির ভেতরে ঢোকা সম্ভব হয়নি। আজ পুনরায় অভিযান চালিয়ে দুদক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষে তল্লাশি চালান এবং জব্দ তালিকা প্রস্তুত করেন।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’