হোম > সারা দেশ > টাঙ্গাইল

যমুনা নদীতে নৌভ্রমণে গিয়ে যুবক নিখোঁজ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে ঈদের আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে গাবসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম শাপলা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে যমুনা নদীর ভদ্রশিমুল অংশ থেকে ওই যুবক নিখোঁজ হন। 

নিখোঁজ ব্যক্তি হলেন ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে শরিফ। 

ইউপি চেয়ারম্যান শাহ আলম আরও জানান, ঈদের পরদিন শরিফ ও তাঁর বন্ধুরা মিলে ঈদ আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হন। পরে রাত ৮টার দিকে তাঁরা ভদ্রশিমুল এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় গোসল শেষে সবাই নৌকায় উঠে এলেও শরীফ নৌকায় উঠতে পারেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, উপজেলার গাবসারা ইউনিয়নে শরিফ নামের এক যুবক ও তাঁর বন্ধুরা মিলে নৌকা নিয়ে পিকনিকে যান। ফেরার পথে ভদ্রশিমুল এলাকায় তাঁরা সবাই মিলে গোসল করতে নামেন। গোসল শেষে সবাই নৌকায় উঠে এলেও শরিফ নিখোঁজ হন। স্থানীয় লোকজন ও ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১