হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর-২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিটিএফ প্রার্থী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী) আসনে বাংলাদেশ তরীকত ফেডারেশনের (ফুলের মালা প্রতীক) প্রার্থী ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে টঙ্গীর পাগাড় শাহসাববাড়ি এলাকার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বাংলাদেশ তরীকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। 

সংবাদ সম্মেলনে মছনবী হায়দার বলেন, ‘সংবিধান রক্ষার এই নির্বাচনে আমিসহ বিভিন্ন আসনে বাংলাদেশ তরীকত ফেডারেশন অন্যান্য প্রার্থীর মতোই দলীয় ফুলের মালা প্রতীক নিয়ে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে এসেছি। গত বৃহস্পতিবার দলীয় চেয়ারম্যান সংসদ সদস্য (বর্তমান) সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে আমাদের অন্যান্য প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। নির্বাচনে যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, আমি দলের চেয়ারম্যানের সঙ্গে একাত্মতা রেখে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশ তরীকত ফেডারেশনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ তরীকত ফেডারেশনের প্রার্থী ফুলের মালা প্রতীকের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। নির্বাচনী বিধিমালায় তিনি প্রার্থী হিসেবেই গণ্য হবেন।

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন