হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর-২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিটিএফ প্রার্থী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী) আসনে বাংলাদেশ তরীকত ফেডারেশনের (ফুলের মালা প্রতীক) প্রার্থী ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে টঙ্গীর পাগাড় শাহসাববাড়ি এলাকার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বাংলাদেশ তরীকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। 

সংবাদ সম্মেলনে মছনবী হায়দার বলেন, ‘সংবিধান রক্ষার এই নির্বাচনে আমিসহ বিভিন্ন আসনে বাংলাদেশ তরীকত ফেডারেশন অন্যান্য প্রার্থীর মতোই দলীয় ফুলের মালা প্রতীক নিয়ে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে এসেছি। গত বৃহস্পতিবার দলীয় চেয়ারম্যান সংসদ সদস্য (বর্তমান) সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে আমাদের অন্যান্য প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। নির্বাচনে যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, আমি দলের চেয়ারম্যানের সঙ্গে একাত্মতা রেখে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশ তরীকত ফেডারেশনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ তরীকত ফেডারেশনের প্রার্থী ফুলের মালা প্রতীকের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। নির্বাচনী বিধিমালায় তিনি প্রার্থী হিসেবেই গণ্য হবেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট