হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি-জামায়াতের হরতাল: গুলিস্তানে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতকাল মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে সারা দেশে হরতাল পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলসমূহ। এই হরতালকে অবৈধ আখ্যা দিয়ে আজ রোববার সকাল থেকেই গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

আজ সকাল সাড়ে ৮টায় গুলিস্তানের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের সামনে গুটি কয়েক পুলিশ ছাড়া দলীয় কোনো নেতা-কর্মী নেই। তবে সকাল ৯টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের নিয়ে উপস্থিত হন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু আহমেদ মন্নাফী। 

আবু আহমেদ মন্নাফী আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি-জামায়াত গতকাল শনিবার আবার প্রমাণ করল, ২০১৩-১৪ সালে তারা যা করেছে, তা আবার শুরু করেছে। গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, পুলিশের ওপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে বিনা কারণে, বিনা উসকানিতে। তাদের কাজই হলো কীভাবে ধ্বংসাত্মক কাজ করা যায়, নৈরাজ্য সৃষ্টি করা যায়।’ 

দেশে অস্থিতিশীল পরিস্থিত সৃষ্টির জন্য বিএনপি-জামায়াত গতকাল হামলা চালিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এটা তারা (বিএনপি) করবে। তাদের জন্মটাই এভাবে হয়েছে। মানুষ হত্যা করেই ওদের পার্টির জন্ম। কাজেই তারা এটি করবে, আমরা (আওয়ামী লীগ) প্রতিহত করব।’ 

তিনি আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে শান্তি সমাবেশ করব নৈরাজ্যের বিরুদ্ধে। আমরা তাদের (বিএনপি-জামায়াত) প্রতিহত করব জনগণকে নিয়ে। যাতে জনগণের জানমাল ও দেশের সম্পদ রক্ষা করা যায়। আগুন-সন্ত্রাসীদের সারা জাতি ঐক্যবদ্ধ মোকাবিলা করবে। মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তি একসঙ্গে মিলে এই নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জামায়াত-শিবিরের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট