হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় সুমি বেগম (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে কালকিনি থানার পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার আলীনগর এলাকার কালিগঞ্জ বাজার এলাকায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। 

সুমি কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকার চরকানুরগাঁওয়ের কুদ্দুস শরীফের মেয়ে। 

সুমির বাবা কুদ্দুস শরীফ বলেন, ‘আমার মেয়েকে বিভিন্ন সময়ে ওর স্বামী নির্যাতন করত। যৌতুকের জন্য চাপ দিয়েছে কয়েকবার। কিন্তু আমরা গরিব হওয়ায় টাকা-পয়সা দিতে পারি নাই। ওর স্বামীই মারধর করে মেরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে। আমরা মামলা করব।’ 

কালকিনি থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন স্থানীয় ও এলাকাবাসীর বরাতে বলেন, ‘সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে সুমির স্বামী মোস্তাকিন সিকদারসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। নিহতের পরিবার দাবি করেছেন, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

নাসির উদ্দিন আরও বলেন ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল