হোম > সারা দেশ > ঢাকা

৮ বছরের শিশুর ৯৯৯-এ অভিযোগ, মাকে ধরে আনল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে ৮ বছরের এক  শিশু। শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে ফোনকল পেয়ে শিশুটিকে উদ্ধার ও তার মাকে (৩০) আটক করে থানায় নিয়ে গেছে মিরপুর মডেল থানার পুলিশ।

পুলিশ জানায়, অভিযোগকারী শিশুটি মিরপুর ৬০ ফিট এলাকার একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে মা তাকে প্রায়ই মারধর করেন।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে জানান, শিশুটি তাঁদের জানিয়েছে, তার বাবা তাকে বলেছেন, কখনো কোনো বিপদে পড়লে ৯৯৯-এ কল দিতে। এই নম্বরে কল দিলে পুলিশ আসে। এজন্য সে মোবাইল ফোনে ৯৯৯-এ কল দিয়েছিল। ৯৯৯-এ কল দিলে সেখান থেকে তার প্রাথমিক অবস্থান জেনে নেওয়া হয়। এরপর ৯৯৯-এ দায়িত্বরত কর্মকর্তা সরাসরি ওসি মহসীনকে সংযুক্ত করেন। তখন মিরপুর মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে ওই শিশুর মাকে আটক করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটির বাবা পেশায় এসির মেকানিক। মা গৃহিণী। শিশুটিকে মায়ের কাছে নিরাপদ মনে করছে না পুলিশ। তাদের পরিবারের অন্য সদস্য ও স্বজনদের থানায় ডাকা হয়েছে। সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। আলোচনা করে কোনো সমাধান না হলে শিশুটির মাকে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ