হোম > সারা দেশ > ঢাকা

৮ বছরের শিশুর ৯৯৯-এ অভিযোগ, মাকে ধরে আনল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে ৮ বছরের এক  শিশু। শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে ফোনকল পেয়ে শিশুটিকে উদ্ধার ও তার মাকে (৩০) আটক করে থানায় নিয়ে গেছে মিরপুর মডেল থানার পুলিশ।

পুলিশ জানায়, অভিযোগকারী শিশুটি মিরপুর ৬০ ফিট এলাকার একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে মা তাকে প্রায়ই মারধর করেন।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে জানান, শিশুটি তাঁদের জানিয়েছে, তার বাবা তাকে বলেছেন, কখনো কোনো বিপদে পড়লে ৯৯৯-এ কল দিতে। এই নম্বরে কল দিলে পুলিশ আসে। এজন্য সে মোবাইল ফোনে ৯৯৯-এ কল দিয়েছিল। ৯৯৯-এ কল দিলে সেখান থেকে তার প্রাথমিক অবস্থান জেনে নেওয়া হয়। এরপর ৯৯৯-এ দায়িত্বরত কর্মকর্তা সরাসরি ওসি মহসীনকে সংযুক্ত করেন। তখন মিরপুর মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে ওই শিশুর মাকে আটক করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটির বাবা পেশায় এসির মেকানিক। মা গৃহিণী। শিশুটিকে মায়ের কাছে নিরাপদ মনে করছে না পুলিশ। তাদের পরিবারের অন্য সদস্য ও স্বজনদের থানায় ডাকা হয়েছে। সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। আলোচনা করে কোনো সমাধান না হলে শিশুটির মাকে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ