হোম > সারা দেশ > ঢাকা

৬০০ কর্মীর সমন্বয়ে ডিএসসিসির মশকনিধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে মশার ওষুধ ছিটানো হচ্ছে। ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধি করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার (৫ জুলাই) সকালে ডিএসসিসির অঞ্চল-৪-এর অন্তর্গত সম্রাট বাহাদুর শাহ জাফর উদ্যানসংলগ্ন এলাকায় এ কার্যক্রম শুরু হয়।

অভিযান চলাকালীন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও বিশেষ মশানিধন এবং পরিচ্ছন্নতা অভিযানের এটি আমাদের চতুর্থ পর্ব। যার মূল উদ্দেশ্য হলো জনসম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি।’

ডিএসসিসির প্রশাসক জানান, ফগার মেশিনে ব্যবহৃত কীটনাশকের পরিমাণ ৩০ লিটার থেকে বাড়িয়ে ৬০ লিটার করা হয়েছে। পাশাপাশি অঞ্চলভিত্তিক তদারকি টিম গঠন করে ওষুধ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এই সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে জরুরি বিষয় হলো জনগণের সক্রিয় অংশগ্রহণ। ঢাকা শহরের বিশাল জনসংখ্যার মধ্যে সচেতনতা ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়।

মো. রেজাউল মাকছুদ আরও বলেন, সরকার ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জাতীয় নির্দেশিকা-২০২৫ প্রণয়ন করছে, যেখানে নাগরিক ও সরকারের দায়িত্ব সুস্পষ্টভাবে নির্ধারিত থাকবে।

পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির অঞ্চল-৪-এর ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৪২ ও ৪৩ নম্বর ওয়ার্ডের ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার ওষুধ ছিটানো হয়। এই অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী অংশ নেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধানেরা।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ