গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র্যাবের ক্যাম্প উদ্বোধন হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার এই ক্যাম্পের উদ্বোধন করবেন সংস্থাটির প্রধান। ক্যাম্পটি খুলনা র্যাব-৬-এর আওতায় তাদের কার্যক্রম পরিচালনা করবে। আজ বুধবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
কমান্ডার মঈন জানান, আগামীকাল দুপুরে কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় র্যাব-৬–এর নবনির্মিত ক্যাম্প উদ্বোধন করবেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। এ সময় উপস্থিত থাকবেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম, র্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আল-বেলী আফিফা, গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জের কাশিয়ানীর এম এ খালেক ডিগ্রি কলেজের অধ্যক্ষ কে এম মাহামুদ, গোপালগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ মাহাবুব আলী খান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন ও ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জায়েদুর রহমান প্রমুখ।
উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন র্যাব মহাপরিচালক। পরে ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল সাড়ে চারটার দিকে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন তিনি।