হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ফার্নিচার কারখানায় আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ফার্নিচার কারখানা ও গুদামে আগুন লেগেছে। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে টঙ্গীর সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভাতে গিয়ে কারখানাটির দুজন সহকারী জহির ও শামীম আহত হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হাসান আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার সকালে সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় একটি আসবাবপত্র (ফার্নিচার) তৈরির কারখানায় আগুন লাগে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না এলে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর জানায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনের ঘটনায় দুজন আহত হয়েছেন এমন খবর পাওয়া গেছে। তবে আগুনে প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি জানিয়েছেন কারখানা মালিক এম এ হানিফ। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

কারখানার মালিক এম এ হানিফ বলেন, ‘আমার কারখানায় প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কারখানায় উৎপাদনের পাশাপাশি উৎপাদিত আসভাবপত্র তৈরি শেষে পাশের একটি গুদামঘরে মজুত করা হতো। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার কারখানায় দুজন সহযোগী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির