হোম > সারা দেশ > গাজীপুর

কালীগঞ্জে অটোরিকশায় ট্রাক চাপায় যুবক নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের জঙ্গালীয়ার দুবুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শাকিল আহম্মেদ ওরফে আবেদ (৩৫) কাপাসিয়ার তারাগঞ্জের একডালা এলাকার আবির হোসেনের ছেলে। তিনি রাজধানীর মতিঝিলে একটি বেসরকারি ইনস্যুরেন্স কোম্পানিতে অফিস সহকারী পদে চাকরি করতেন। 

ওসি মাহতাব উদ্দিন বলেন, সিলেট থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহিষবাহী ট্রাক গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের দুবুরিয়া এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাকিল মারা যান এবং সিএনজিতে থাকা চালকসহ বাকি পাঁচজন গুরুতর হন। ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। 

ওসি আরও জানান, স্বজনেরা নিহতের লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে যান। তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অটোরিকশা ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির