হোম > সারা দেশ > ঢাকা

শহীদ বুদ্ধিজীবী দিবসে টিএসসিতে ঢাবি ছাত্রদলের চিত্রপ্রদর্শনী ও আলোচনা সভা

ঢাবি প্রতিনিধি

ছবি: সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে চিত্রপ্রদর্শনী ও স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘একাত্তরের মেধা নিধন: ইতিহাসের ক্ষত ও বুদ্ধিবৃত্তিক পুনর্গঠন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ঢাবি ছাত্রদল।

আজ শুক্রবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এইসভা সঞ্চালনা করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাবির কলা অনুষদের ডীন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ আবুল কাউসার, পালি এন্ড বুদ্দিস্ট বিভাগের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান প্রমুখ।

ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘পাকিস্তান নামক রাষ্ট্রে বাঙালি জাতি মাথা উচু করে দাড়াবে, এ রকম প্রত্যাশা ছিল। ১৯৪৭ সালের দেশভাগের পর পাকিস্তানিদের সঙ্গে আমাদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। যার নেতৃত্ব দিয়েছেন এদেশের বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র ও সাংবাদিক সমাজ। তাই, তাদের হত্যা করতে নীলনকশা করেছে পাকিস্তানি বাহিনী, যাতে বাংলাদেশ আর এগোতে না পারে। মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করেছে। ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্রের কবর রচনা করেছে তাঁর মেয়ে শেখ হাসিনা, যা ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষেপিত হয়েছে। তাই আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।’

আবুল কাউসার বলেন, ‘মুক্তিযুদ্ধকে পুঁজি করে আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। একটা দেশের স্লোগান কী হবে নিজেরা ঠিক করেছে; যা গণতন্ত্র পরিপন্থী কাজ। দেশের স্লোগান কি হবে তা মানুষ ঠিক করবে; জাতির পিতা কে হবে সেটা মানুষ ঠিক করবে ৷ এসব বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এ ধরনের আলোচনা আওয়ামী লীগের দাড় করানো সেই বয়ানগুলো ভেঙে দিবে।’

আলোচনা সভায় ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাবি ও তাঁর হল শাখার শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত