জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে এই কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় ছাত্ররা প্রধান ফটক থেকে জয়বাংলা গেট পর্যন্ত মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদেরও অবস্থান নিতে দেখা যায়।
মানববন্ধনে সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়।
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, ‘দেশে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না। ১৯৯৬ সালের নির্বাচন, ২০১৪ সাল কিংবা ২০১৮ সালের নির্বাচন কোনোটাই সুষ্ঠু হয়নি। ফলে এই ফ্যাসিস্ট সরকারের অধীনে এবারও নির্বাচন সুষ্ঠু হবে না। বলতে চাই, দেশে কখনোই স্বৈরাচার শাসক টিকতে পারেনি। স্বৈরাচার আইয়ুব খান টিকতে পারেনি, স্বৈরাচার এরশাদ টিকতে পারেনি, এই ফ্যাসিস্ট সরকারও টিকতে পারবে না।’
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক জীবন আহমেদ বলেন, ‘আমরা বরাবরই বলেছি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে নির্বাচন দিতে হবে। কারণ, আওয়ামী লীগ সরকারের অধীনে কখনোই নির্বাচন সুষ্ঠু হয়নি। সুতরাং, আমরা ভোটের অধিকারের জন্য, বাঁচার জন্য এখানে দাঁড়িয়েছি। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।’