হোম > সারা দেশ > ঢাকা

‘অসাম্প্রদায়িক দেশ গড়তে লড়াই চালিয়ে যাবে উদীচী’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সত্যেন সেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, মৌলবাদমুক্ত, শোষণহীন, সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আজীবন লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। 

আজ মঙ্গলবার বিকেলে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন উদীচী নেতারা। 

উদীচী নেতারা বলেন, ‘বহু বছরের লড়াই-সংগ্রাম ও ঘাত-প্রতিঘাত পেরিয়ে বর্তমানে দেশের সর্ববৃহৎ গণসাংস্কৃতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে উদীচী। বর্তমান সময়ে বাংলা ও এই ভূখণ্ডের আবহমান সংস্কৃতির ওপর নতুন করে আঘাত এসেছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। এ অবস্থায় সত্যেন সেনের আদর্শ আমাদের সঠিক পথ দেখাবে। আর সত্যেন সেনের দেখানো পথে একটি অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে আজীবন লড়াই-সংগ্রাম চালিয়ে যাবে উদীচী।’ 

অনুষ্ঠানের শুরুতেই সত্যেন সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর সমবেতভাবে সত্যেন সেন রচিত ‘আগুন নিভাইবো কে রে’ গানটি গেয়ে শোনান উদীচীর শিল্পীরা। 

পরে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খানের সঞ্চালনায় বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার, নিবাস দে, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম এবং সদস্য নাজমুল ইসলাম।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট