হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

দরদাম করে জেলা পরিষদের প্রকৌশলী নিলেন ঘুষ, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঠিকাদারের কাছ থেকে দরদাম করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের দুই প্রকৌশলীর বিরুদ্ধে। তাঁদের ঘুষের টাকা নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত ও সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুসকে ঘুষ নিতে দেখা গেছে। তাঁদের মধ্যে কাঞ্চন কুমার জেলা পরিষদে কর্মরত থাকলেও কয়েক দিন আগে বদলি হয়েছেন আব্দুল কুদ্দুস। ধারণা করা হচ্ছে, প্রকাশিত ভিডিওটি কয়েক মাস আগে ধারণ করা।

পাঁচ মিনিটের ভিডিওতে দেখা গেছে, ঠিকাদার ক্যামেরা চালু করে কাঞ্চন কুমারের কক্ষে প্রবেশ করেন। এর পরে কেউ চলে আসার আগেই কথাবার্তা শেষ করার প্রস্তাব দেন ঠিকাদার নিজেই। প্রস্তাবে সম্মতি দিয়ে কাঞ্চন কুমার ও আব্দুল কুদ্দুস ঘুষের বিভিন্ন অঙ্কের টাকার পরিমাণ নিয়ে দরাদরি শুরু করেন। বেশ কিছুক্ষণ দরদাম করার পর প্রকৌশলীদের চাহিদা মোতাবেক টাকা দেন ঠিকাদার।

জেলা পরিষদের একটি সূত্র জানায়, ‘ভিডিও ধারণ করা ওই ঠিকাদারের নাম জহির। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের ঘনিষ্ঠ অনুসারী। চেয়ারম্যানের সঙ্গে থাকার সুবাদে জেলা পরিষদের বিভিন্ন কাজ করে আসছেন।’

প্রকাশিত ভিডিওর বিষয়ে কাঞ্চন কুমার পালিতের মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেন, ‘আমি ভিডিওর বিষয়ে জেনেছি। কাঞ্চন কুমার পালিত এখনো কর্মরত আছেন এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেও উঠেছে। তাঁকে বদলি করতে আমি ডিও লেটার পাঠিয়েছি অন্তত পাঁচ মাস আগে। কিন্তু তাঁকে বদলি করানো হচ্ছে না। আর আব্দুল কুদ্দুস কয়েক দিন আগেই বদলি হয়ে গেছেন। তাঁদের কারণে জেলা পরিষদের বদনাম হয়ে গেল। এই বিষয়ে আমি মন্ত্রণালয়ে জানাব।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট