হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

দরদাম করে জেলা পরিষদের প্রকৌশলী নিলেন ঘুষ, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঠিকাদারের কাছ থেকে দরদাম করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের দুই প্রকৌশলীর বিরুদ্ধে। তাঁদের ঘুষের টাকা নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত ও সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুসকে ঘুষ নিতে দেখা গেছে। তাঁদের মধ্যে কাঞ্চন কুমার জেলা পরিষদে কর্মরত থাকলেও কয়েক দিন আগে বদলি হয়েছেন আব্দুল কুদ্দুস। ধারণা করা হচ্ছে, প্রকাশিত ভিডিওটি কয়েক মাস আগে ধারণ করা।

পাঁচ মিনিটের ভিডিওতে দেখা গেছে, ঠিকাদার ক্যামেরা চালু করে কাঞ্চন কুমারের কক্ষে প্রবেশ করেন। এর পরে কেউ চলে আসার আগেই কথাবার্তা শেষ করার প্রস্তাব দেন ঠিকাদার নিজেই। প্রস্তাবে সম্মতি দিয়ে কাঞ্চন কুমার ও আব্দুল কুদ্দুস ঘুষের বিভিন্ন অঙ্কের টাকার পরিমাণ নিয়ে দরাদরি শুরু করেন। বেশ কিছুক্ষণ দরদাম করার পর প্রকৌশলীদের চাহিদা মোতাবেক টাকা দেন ঠিকাদার।

জেলা পরিষদের একটি সূত্র জানায়, ‘ভিডিও ধারণ করা ওই ঠিকাদারের নাম জহির। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের ঘনিষ্ঠ অনুসারী। চেয়ারম্যানের সঙ্গে থাকার সুবাদে জেলা পরিষদের বিভিন্ন কাজ করে আসছেন।’

প্রকাশিত ভিডিওর বিষয়ে কাঞ্চন কুমার পালিতের মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেন, ‘আমি ভিডিওর বিষয়ে জেনেছি। কাঞ্চন কুমার পালিত এখনো কর্মরত আছেন এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেও উঠেছে। তাঁকে বদলি করতে আমি ডিও লেটার পাঠিয়েছি অন্তত পাঁচ মাস আগে। কিন্তু তাঁকে বদলি করানো হচ্ছে না। আর আব্দুল কুদ্দুস কয়েক দিন আগেই বদলি হয়ে গেছেন। তাঁদের কারণে জেলা পরিষদের বদনাম হয়ে গেল। এই বিষয়ে আমি মন্ত্রণালয়ে জানাব।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন