হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হত্যা মামলায় নাসিক কাউন্সিলর কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে মেরাজুল ইসলাম হত্যা মামলার আসামি কাউন্সিলর শাহিন মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামস জগলুল হোসেন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিহতের স্বজনেরা জানান, গত ৩ এপ্রিল বন্দরের রুপালি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মেরাজুলকে কুপিয়ে হত্যা করে কাউন্সিলরের স্বজনেরা। মৃত্যুর আগে স্বজনদের কাছে অপরাধীদের নাম বলে যান। তারই পরিপ্রেক্ষিতে নিহতের মা কাউন্সিলরকে প্রধান আসামি করে আরও ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। শাহিন সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, কাউন্সিলরের জামিন বাতিল হওয়ার পর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন কাউন্সিলর শাহিন। জামিনের মেয়াদ শেষে পুনরায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল বলেন, কাউন্সিলর শাহিন বন্দরের মেরাজ হত্যা মামলার প্রধান আসামি। স্পর্শকাতর এ মামলায় আদালত আজ প্রধান আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে