হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হত্যা মামলায় নাসিক কাউন্সিলর কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে মেরাজুল ইসলাম হত্যা মামলার আসামি কাউন্সিলর শাহিন মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামস জগলুল হোসেন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিহতের স্বজনেরা জানান, গত ৩ এপ্রিল বন্দরের রুপালি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মেরাজুলকে কুপিয়ে হত্যা করে কাউন্সিলরের স্বজনেরা। মৃত্যুর আগে স্বজনদের কাছে অপরাধীদের নাম বলে যান। তারই পরিপ্রেক্ষিতে নিহতের মা কাউন্সিলরকে প্রধান আসামি করে আরও ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। শাহিন সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, কাউন্সিলরের জামিন বাতিল হওয়ার পর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন কাউন্সিলর শাহিন। জামিনের মেয়াদ শেষে পুনরায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল বলেন, কাউন্সিলর শাহিন বন্দরের মেরাজ হত্যা মামলার প্রধান আসামি। স্পর্শকাতর এ মামলায় আদালত আজ প্রধান আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির