হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুর নিরাপত্তা জোরদারে প্রকল্প পরিচালকের চিঠি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর নিরাপত্তা জোরদারে তাগিদ দিয়ে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প পরিচালক প্রকল্পের ইঞ্জিনিয়ারিং সাপোর্ট ও সেফটি টিমের প্রধান সমন্বয়কের বরাবর চিঠি পাঠিয়েছেন। আজ রোববার প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এ চিঠিতে পদ্মা সেতুর উপরিভাগ এবং মাওয়া ও জাজিরা প্রান্তে টহল ও নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়।
 
চিঠিতে বলা হয়, ‘শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার সকাল থেকে তা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সেতুর উপরিভাগ ও সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে অনেক গুরুত্বপূর্ণ মালামাল রয়েছে। সেতুর ওপর যানবাহন থেকে নামা নিষিদ্ধ থাকলেও সাধারণ যাত্রীরা সেতুর উপরিভাগে নেমে সেতুর গুরুত্বপূর্ণ মালামাল চুরি ও ক্ষতি করছে। তা ছাড়াও, সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে সাধারণ জনগণ প্রবেশ করে মালামালের ক্ষতি করছে। এমতাবস্থায়, সেতুর উপরিভাগ এবং উভয় প্রান্তে জরুরি ভিত্তিতে টহল জোরদারকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।’

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, সেতুর ইঞ্জিনিয়ারিং সাপোর্ট ও সেফটি টিমের প্রধান সমন্বয়কসহ মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। 

এদিকে, সেতুতে যান চলাচলের প্রথম দিনই একটি বাস পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার দুইটি টোলবার ভেঙে ফেলেছে বলে খবর পাওয়া গেছে। বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে, এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, ‘এ রকম কোনো খবর আমি পাইনি।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু