হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বিএনপির শোভাযাত্রায় হামলা, গাড়ি ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে বিএনপির শান্তি মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। তিনি ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

এ বিষয়ে জানতে চাইলে মো. শামসুদ্দিন মিয়া ঝুনু আজকের পত্রিকাকে বলেন, বোয়ালমারী থেকে শুরু হওয়া শান্তি শোভাযাত্রায় কয়েক শ মোটরসাইকেল ও মাইক্রোবাস বহরটি আলফাডাঙ্গা উপজেলা ঘুরে মধুখালীর দিঘলিয়া বাজার এলাকায় গেলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুষ্কৃতকারীরা হামলা চালায়। হামলাকারীরা তাঁকে বহন করা মাইক্রোবাসটি ভাঙচুর করে।

শামসুদ্দিন মিয়া ঝুনু আরও বলেন, হামলায় তাঁর অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এই হামলার জন্য তিনি নিজ দলীয় প্রতিপক্ষ ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকদের দোষারোপ করেন।

তবে সাবেক সংসদ সদস্য ও কৃষক দল নেতা নাসিরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ও আমার কোনো সমর্থক এ হামলার সঙ্গে জড়িত নই। বিএনএমের লোকজন এ হামলার সঙ্গে জড়িত।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট