হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বিএনপির শোভাযাত্রায় হামলা, গাড়ি ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে বিএনপির শান্তি মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। তিনি ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

এ বিষয়ে জানতে চাইলে মো. শামসুদ্দিন মিয়া ঝুনু আজকের পত্রিকাকে বলেন, বোয়ালমারী থেকে শুরু হওয়া শান্তি শোভাযাত্রায় কয়েক শ মোটরসাইকেল ও মাইক্রোবাস বহরটি আলফাডাঙ্গা উপজেলা ঘুরে মধুখালীর দিঘলিয়া বাজার এলাকায় গেলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুষ্কৃতকারীরা হামলা চালায়। হামলাকারীরা তাঁকে বহন করা মাইক্রোবাসটি ভাঙচুর করে।

শামসুদ্দিন মিয়া ঝুনু আরও বলেন, হামলায় তাঁর অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এই হামলার জন্য তিনি নিজ দলীয় প্রতিপক্ষ ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকদের দোষারোপ করেন।

তবে সাবেক সংসদ সদস্য ও কৃষক দল নেতা নাসিরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ও আমার কোনো সমর্থক এ হামলার সঙ্গে জড়িত নই। বিএনএমের লোকজন এ হামলার সঙ্গে জড়িত।’

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক