হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বিএনপির শোভাযাত্রায় হামলা, গাড়ি ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে বিএনপির শান্তি মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। তিনি ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

এ বিষয়ে জানতে চাইলে মো. শামসুদ্দিন মিয়া ঝুনু আজকের পত্রিকাকে বলেন, বোয়ালমারী থেকে শুরু হওয়া শান্তি শোভাযাত্রায় কয়েক শ মোটরসাইকেল ও মাইক্রোবাস বহরটি আলফাডাঙ্গা উপজেলা ঘুরে মধুখালীর দিঘলিয়া বাজার এলাকায় গেলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুষ্কৃতকারীরা হামলা চালায়। হামলাকারীরা তাঁকে বহন করা মাইক্রোবাসটি ভাঙচুর করে।

শামসুদ্দিন মিয়া ঝুনু আরও বলেন, হামলায় তাঁর অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এই হামলার জন্য তিনি নিজ দলীয় প্রতিপক্ষ ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকদের দোষারোপ করেন।

তবে সাবেক সংসদ সদস্য ও কৃষক দল নেতা নাসিরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ও আমার কোনো সমর্থক এ হামলার সঙ্গে জড়িত নই। বিএনএমের লোকজন এ হামলার সঙ্গে জড়িত।’

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ