মহাসড়কের সরকারি জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনায় তদন্ত চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ওবায়েদ আহমেদ আজ রোববার এই রিট করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে এই বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর অংশের মহাসড়কের জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, মহাসড়কের জমি বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন মো. গোলাম ফারুক নামে এক প্রতারক। ব্যাংকের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি এই ঋণ নেন। তবে সেটি ধরা পড়ার পর সংশোধন করেন দলিল। কিন্তু জানা যায় সেটিও ভুয়া।