হোম > সারা দেশ > গোপালগঞ্জ

বেনজীরের সাভানা পার্ক থেকে ১০ দিনে আয় সাড়ে ৭ লাখ টাকা

গোপালগঞ্জ প্রতিনিধি

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীরটোল গ্রামের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সরকারি ব্যবস্থাপনায় চালুর পর থেকে ১০ দিনে ৭ লাখ ৫৬ হাজার ৮৬৬ টাকা আয় হয়েছে।

এই অর্থ সরকারি কোষাগারে জমা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠিত তদারকি কমিটির সদস্যরা। গত ১৫ থেকে ২৪ জুন পর্যন্ত দর্শনার্থী প্রবেশ ও রাইড এবং অন্যান্য ফি, গাছের আম, ধান ও কাশবন বিক্রি করে এই অর্থ আয় হয়।

দুদকের গোপালগঞ্জের উপপরিচালক ও তদারকি কমিটির সদস্যসচিব মো. মশিউর রহমান আজ মঙ্গলবার সকালে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১৫ জুন থেকে রিসিভারদের ব্যবস্থাপনায় ও তদারকি কমিটির সার্বিক তত্ত্বাবধানে পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক চালু করা হয়। চালুর দিন থেকে গতকাল সোমবার পর্যন্ত পার্কে দর্শনার্থী প্রবেশ ফি, রাইড ফিসহ অন্যান্য খাতে আয় হয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৯৩০ টাকা।

এ ছাড়া পার্কের কাশবন বিক্রি করে ২০ হাজার টাকা, গাছের আম বিক্রি করে আয় হয়েছে ৪৮ হাজার ২১৬ টাকা এবং ধান বিক্রি করে আয় হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭২০ টাকা। মোট ৭ লাখ ৫৬ হাজার ৯৩০ টাকা আয় হয়েছে ১০ দিনে। পার্ক পরিচালনায় ব্যয় হয়েছে ৬৯ হাজার ৪৩৭ টাকা। পার্কের নিট আয় ৬ লাখ ৮৭ হাজার ৪২৯ টাকা। আয় হওয়া এসব টাকা তদারকি কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলমের ব্যবস্থাপনায় খোলা ব্যাংক হিসাবে জমা করা হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট