হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

এ টি এম কামালের বাড়িতে পুলিশের তল্লাশি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট এ টি এম কামালের বাসায় পুলিশি তল্লাশির অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে গণমাধ্যমের কাছে এ টি এম কামাল এই দাবি করেন। তবে এ সময় তিনি বাসায় ছিলেন না। 

গণমাধ্যমকর্মীদের কাছে এ টি এম কামাল বলেন, ‘একটু আগে খবর পেয়েছি আমার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। নির্বাচনের আগের দিন এভাবে তল্লাশি চালানো নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে অন্তরায়। এর আগেও আমাদের একাধিক নেতা-কর্মী ও সমর্থকদের আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ। তারই ধারাবাহিকতায় এবার আমার বাড়িতেও তল্লাশি চালিয়ে হয়রানি করা হচ্ছে।’ 

এ টি এম কামালের ছেলে নাহিন মুজতবা বলেন, ‘বিকেলে আমাদের বাসার নিচতলায় স্থাপন করা নির্বাচনী ক্যাম্পে এসেছিল ডিবি ও পুলিশের ১০-১২ জন সদস্য। তারা এসে আমার বাবার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে পরে চলে গেছে। বাসার সবাই এখন আতঙ্কিত।’ 

এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হাওলাদার বলেন, ‘এমন কোনো তথ্য আমাদের জানা নেই। আমাদের থানা থেকে এমন কোনো নির্দেশনা সদস্যদের দেওয়া হয়নি।’

আরও পড়ুন:

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু