হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

এ টি এম কামালের বাড়িতে পুলিশের তল্লাশি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট এ টি এম কামালের বাসায় পুলিশি তল্লাশির অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে গণমাধ্যমের কাছে এ টি এম কামাল এই দাবি করেন। তবে এ সময় তিনি বাসায় ছিলেন না। 

গণমাধ্যমকর্মীদের কাছে এ টি এম কামাল বলেন, ‘একটু আগে খবর পেয়েছি আমার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। নির্বাচনের আগের দিন এভাবে তল্লাশি চালানো নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে অন্তরায়। এর আগেও আমাদের একাধিক নেতা-কর্মী ও সমর্থকদের আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ। তারই ধারাবাহিকতায় এবার আমার বাড়িতেও তল্লাশি চালিয়ে হয়রানি করা হচ্ছে।’ 

এ টি এম কামালের ছেলে নাহিন মুজতবা বলেন, ‘বিকেলে আমাদের বাসার নিচতলায় স্থাপন করা নির্বাচনী ক্যাম্পে এসেছিল ডিবি ও পুলিশের ১০-১২ জন সদস্য। তারা এসে আমার বাবার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে পরে চলে গেছে। বাসার সবাই এখন আতঙ্কিত।’ 

এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হাওলাদার বলেন, ‘এমন কোনো তথ্য আমাদের জানা নেই। আমাদের থানা থেকে এমন কোনো নির্দেশনা সদস্যদের দেওয়া হয়নি।’

আরও পড়ুন:

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন